সম্পাদকীয় অথবা মেনিফেস্টো editorial or manifesto

  • জনগণের সাহিত্য চাই।
  • সমস্ত লেখার কপিলেফ্ট চাই। শুধু লেখা নয়, আমরা চাই চিত্রকর্ম থেকে শুরু করে গান,নাটক,চলচ্চিত্রসহ সমস্ত শিল্পকর্ম কপিলেফ্ট করে প্রকাশ করা হোক।
  • যে মিডিয়া জনঅধিকার সাহিত্যের পৃষ্ঠপোষক নয়, তাদের বর্জন নয়-দখল করতে চাই।
  • জনঅধিকার সাহিত্যের কোন বাজার মূল্য চাই না। চাই অধিকারের মূল্য।
  • আমরা চাই গ্রামে-গঞ্জে, শহরে -মহল্লায় ছড়িয়ে পড়ুক এই জনঅধিকার সাহিত্য। তাই স্ব স্ব নামে এই সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে চাই অধিকার আদায়ের লড়াই হিসেবে।
  • যে কোন মিডিয়ায় নিজেদের লেখা কপিলেফ্ট লিখে ছড়িয়ে দিতে চাই।
  • বাণিজ্যিক ডোমেইনের বিপরীতে পাবলিক ডোমেইন ব্যবহার করতে চাই। সমস্ত ওয়েবম্যাগ, ব্লগ, ব্লগজিন, সাইট পাবলিক ডোমেইনে ব্যবহার করতে চাই।
  • আমরা মনে করি জ্ঞান মুক্ত, জ্ঞান সার্বজনীন। এর উপর কারো দখল-দারিত্ব চাই না।

manifesto

  • we want people’s literature
  • we want the copyleft of all writings. Not only the writings we want copyleft at every section of art and culture
  • The media which is not patronizer of  people’s right, we do not want to avoid, want to occupy
  • we want to spread this kind of literature in all villages and cities. So we want to spread our writing by quoting copyleft
  • we want to send our writing at any media by quoting copyleft
  • We want to use public domain
  • we belief  knowledge is free and knowledge is for all

 

 

Comments
2 Responses to “সম্পাদকীয় অথবা মেনিফেস্টো editorial or manifesto”
  1. Partha Sarkar says:

    Content of this site appear in very small,and it very hard to read it. If any solution please conve me.

Leave a comment

  • কপিলেফ্ট ওয়েব জার্নাল : একটি বিকল্প লিটলম্যাগ Copyleft webjournal : an alternative littlemag

    কপিলেফ্ট। এখানকার যে কোনও লেখা যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখা ও লেখককে

    অবিকৃত রেখে প্রকাশ ও প্রচার করতে পারবেন।

    Copyleft: Matters in this site is copyleft. Everybody can reprint or republish this without modifying author and writing and without the permission of author and publisher for only noncommercial purposes